কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন? বেতন নিয়ে বাজেটে কি হবে ঘোষণা? তুঙ্গে জল্পনা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের আর্জি জানিয়ে ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি দিয়েছেন কর্মচারী সংগঠনের নেতারা।সূত্রের খবর, আগামী 23 জুলাই পেশ হতে যাওয়া বাজেটে এই কমিশন ঘোষণা করা হতে পারে।2026 সালে পরবর্তী বেতন কমিশন গঠনের নিয়ম থাকলেও, মূল্যস্ফীতির চাপে এগিয়ে টানা হচ্ছে বলে ধারণা।সপ্তম পে কমিশন 2016 সালে প্রবর্তিত হয়েছিল।অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে, বেতন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধি পেতে পারে সরকারি কর্মচারীরা।
সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়।কমিশন বেতন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে পর্যালোচনা করে সুপারিশ করে।সরকার সেই সুপারিশ অনুযায়ী কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি করে।মূল্যস্ফীতির হার বিবেচনা করে বেতন বৃদ্ধির সুপারিশ করে কমিশন।2014 সালে গঠিত সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী 2016 সালের 1 জানুয়ারি থেকে বর্তমান বেতন কাঠামো চালু আছে।
নিয়ম অনুযায়ী, 2026 সালে পরবর্তী বেতন কমিশন গঠন করা উচিত।তবে, মূল্যস্ফীতির চাপে 2024 সালের বাজেটেই অষ্টম পে কমিশন ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।কমিশন গঠন হলে, এক বছরের মধ্যে তারা সুপারিশ অর্থ মন্ত্রককে জমা দেবে বলে আশা করা হচ্ছে।2024 সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার জল্পনা ছিল, তবে তা বাস্তবায়িত হয়নি।চলতি বছরে 4% মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারীরা।ফলে, তাদের মহার্ঘ্য ভাতা এখন 50%।
ডিএ বৃদ্ধির সাথে সাথে অন্যান্য ভাতাও বেড়েছে।অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে, সরকারি কর্মচারীদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।