শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপে পরে গেলো শিক্ষা পর্ষদ

রাজ্যের ‘উৎসশ্রী পোর্টাল’ বন্ধ থাকায় অনলাইনে শিক্ষকদের বদলি বন্ধ থাকায় উচ্চ আদালতের তোপের মুখে পড়েছিল রাজ্য। এর পরিবর্তে অফলাইনে আবেদনের ব্যবস্থা চালু করেছিল হাইকোর্ট। কিন্তু এই অফলাইন আবেদনের কতদিন পর শিক্ষকদের বদলি হবে? এই প্রশ্নই এবার তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
বিচারপতির প্রশ্ন:
একজন শিক্ষক/শিক্ষিকা বদলির জন্য আবেদন করার পর কতদিনের মধ্যে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে পর্ষদ?
পর্ষদ কতদিনের মধ্যে আবেদনকারীকে সিদ্ধান্ত জানাবে?
অফলাইন বদলির ক্ষেত্রে পর্ষদের কি কোন নির্দিষ্ট গাইডলাইন বা সময়সীমা আছে?
পর্ষদের দাবি:
‘সঠিকভাবে বিবেচনার জন্য’ পর্ষদকে যথাযথ সময় দেওয়া উচিত।
নির্দিষ্ট কোন ‘টাইম লিমিট’ নেই।
আদালতের নির্দেশ:
অফলাইন বদলির আবেদনের নিষ্পত্তি কতদিনের মধ্যে হবে তা স্পষ্ট করে জানাতে নির্দেশ পর্ষদকে।
গাইডলাইন সহ তথ্য জানানোর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।