OMG! আইসক্রিমে আস্ত বিছে! ঢাকনা খুলতেই চোখ কপালে মহিলার, দেখেনিন ভিডিয়ো

পাঁচ বছরের ছেলের আবদার মেটাতে ম্যাংগো শেক বানাতে গিয়ে আইসক্রিমে বিছে পেয়ে হতবাক এক মহিলা। উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১২-এর ঘটনা এটি।

দীপা দেবী নামে এক মহিলা তার ছেলের জন্য ম্যাংগো শেক বানাতে চেয়েছিলেন।অনলাইন অ্যাপের মাধ্যমে একটি জনপ্রিয় কোম্পানির আইসক্রিম অর্ডার করেন।
আইসক্রিমের টাব ডেলিভারি হলে খুলতেই দেখেন ভেতরে একটি বিছে রয়েছে।আইসক্রিমের সাথে জমে গিয়েছে সেটিও।ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন দীপা দেবী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।খাদ্যের মান নিয়ে প্রশ্ন উঠেছে।অনলাইনে খাবার অর্ডার দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

দীপা দেবী অনলাইন অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান।ই-কর্মাস প্ল্যাটফর্মের তরফে তাকে ১৯৫ টাকা ফেরত দেওয়া হয়।আইসক্রিমে বিছে পাওয়ার বিষয়ে অনুসন্ধান চালানো হবে বলে আশ্বাস দেওয়া হয়।

বাইরে থেকে খাবার অর্ডার করার সময় সাবধান থাকা উচিত।খাবারের মান যাচাই করে নেওয়া উচিত।অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।