খারাপের দিকেই যাচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি, সুপারমার্কেটেও শেষ হয়ে আসছে খাদ্যপণ্য

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকেই যাচ্ছে। রাজধানী কলম্বোর বিভিন্ন সুপারমার্কেটে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও শেষ হয়ে আসছে।
সংকটময় এই দ্বীপরাষ্ট্রের লোকজনকে রান্নার গ্যাস, কেরোসিন, পেট্রল, চিনি, গুড়া দুধ এবং ওষুধের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির ৫৭ লাখ মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। একই সঙ্গে প্রায় ২৩ লাখ শিশুরও মানবিক সহায়তা প্রয়োজন।
চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটি) কলম্বোর সুপারমার্কেটগুলোর বেশিরভাগ সেলফই অর্ধেক খালি পড়ে আছে। খাদ্য এবং পরিবরহন খরচ বাড়তে থাকায় ডিম, রুটির মতো অতি প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সংকট তৈরি হয়েছে।
খাদ্যপণ্যের দাম এখন হাতের নাগালের বাইরে চলে গেছে। চলতি বছরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করে। অপরদিকে মে মাসের শুরুর দিকে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। সে সময় থেকেই জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছায়।
এদিকে স্থানীয় সময় শনিবার সকালে কলম্বো বন্দরে ওই চালান পৌঁছায়। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, ডিজেলের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, ডিজেল বহনকারী দ্বিতীয় জাহাজটিও শনিবার আরও পরের দিকে পৌঁছাবে। বিতরণের আগে একই পদ্ধতিতে ওই চালানেরও মান পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
অপরদিকে আগামী ১৮ ও ১৯ জুলাই পেট্রলের প্রথম চালান পৌঁছাবে। তিনটি চালানের জন্য আগেই অর্থপ্রদান করা হয়েছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নিশ্চিত করেছেন।
অপরদিকে দেশটির সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেছেন, তিনি প্রেসিডেন্ট পদে না থাকলেও দেশের জন্য কাজ করে যাবেন। তিনি তার পদত্যাপত্রে এসব কথা বলেছেন। তার পদত্যাগপত্রটি শনিবার (১৬ জুলাই) দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পড়ে শোনানো হয়।
পার্লামেন্টে সংক্ষিপ্ত অধিবেশন আহ্বান করা হলে সংসদের মহাসচিব ধম্মিকা দাসানায়েক স্পিকারের কাছে পাঠানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্রটি পড়ে শোনান।
চিঠিতে সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আরও বলেন, তিনি দায়িত্ব নেওয়ার ৩ মাসের মধ্যে কোভিড মহামারি সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। তিনি সে সময়ে শ্রীলঙ্কাকে মহামারি থেকে রক্ষা করার প্রচেষ্টা চালান এবং তাতে তিনি সন্তুষ্ট।