BigNews: ৯৫ লক্ষ গাড়ি হবে নিষিদ্ধ, দূষণ রোধে কড়া পদক্ষেপ মোদী সরকারের!

সম্প্রতি কেন্দ্র সরকার গ্রেডেড রেস্পন্স একশন প্লানের মাধ্যমে দূষণ রোধের জন্য নিয়েছে নতুন উদ্যাগ। আর সেই কারণেই নিষিদ্ধ হতে পারে প্রায় ৯৫ লক্ষ ডিজেল গাড়ি। জানাগেছে বায়ুদূষণের মাত্রা ৪৫০ একিউআই ছাড়িয়ে গেলেই এই গাড়ি গুলি হয়ে যাবে নিষিদ্ধ।

কারণ অন্যান্য গাড়ির তুলনায় ডিজেল গাড়ি থেকে বেশি নাইট্রোজেন অক্সাইড কম্পাউন্ড নির্গত হয়। যা মানুষের সাধারণ স্বাস্থ্যের উপর ফেলে কু প্রভাব। তবে এই পরিস্থিতি তৈরী হলে দৈনন্দিন যাত্রীদের পোহাতে হবে হয়রানি।

তবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারের এই পদক্ষেপ বেশ প্রশসংসনীয়। কারণ তীব্র গরমে ও অস্বাস্থকর পরিবেশের মাঝে থাকলে ধীরে ধীরে মানুষ হয়ে পড়বে অসুস্থ। আর অসুস্থতার কারণে মানুষ রাস্তায় বের হবে কম। আর রাস্তায় যাত্রী কম থাকলে ডিজেল চালিত গাড়ি গুলি এমনিতেই হাটবে লোকসানের পথে। তাই নির্ধারিত মাত্রা অতিক্রম করলেই সরকার নিতে চলেছে এমন পদক্ষেপ।