BigNews: খাল থেকে উদ্ধার হলো হাড়গোড়, বাংলাদেশের সাংসদ ‘খুনে’ এলো নতুন মোড়?

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত বুধবার (২২ মে) বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর বিষয়টি সামনে আসে। বুধবার সকালে নিউটাউনের ওই অভিজাত আবাসনে আসে নিউটাউন থানা পুলিশ। পরে সঞ্জীবা গার্ডেনের (ব্লক ৫৬ বিইউ) ঘর খুলে ভেতরে রক্তের দাগ দেখতে পায়, পাশাপাশি ট্রলিব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগের মধ্যেও রক্তের দাগ ছিল।

সূত্রে জানা গেছে, ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, গত ১৩ মে এই আবাসনে ওঠেন আনোয়ারুল আজীম। তার সঙ্গে ছিলেন আরও তিনজন, যার মধ্যে ছিলেন একজন নারী। এরপর ওইদিনই আনোয়ার আবাসনের বাইরে না বেরোলেও বাকিরা বেশ কয়েকবার ওই আবাসনে আসা-যাওয়া করেন।

পুলিশ জানিয়েছে, কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল রাজারহাট নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসে শ্বাসরোধ করে খুন করা হয় সংসদ সদস্যকে। তারপর দেহ টুকরো টুকরো করা হয়। যেন কাটা দেহ থেকে গন্ধ না ছড়ায় তাই দেহাংশগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল।

সাংসদ খুনে অভিযুক্ত সিয়ামকে নিয়ে রবিবার ভাঙড়ের কাছে বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি। আর তল্লাশির পর সেখান থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে, যা মানুষের হওয়ার সম্ভাবনা বলে দাবি তদন্তকারীদের একাংশের।

সিয়ামকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার বাগজোলা খালে তল্লাশি করা হয় এবং একাধিক হাড়গোড় উদ্ধার করে সিআইডি। তবে তা বাংলাদেশের সাংসদের কিনা তা জানার জন্য ফরেন্সিক পরীক্ষা করতে হবে।