BigNews: সমস্ত জল্পনার অবসান, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথের দিন হলো ঘোষণা

ভারতে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। আগামী রবিবার টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী।
এদিন, সংসদের সেন্ট্রাল হলে NDA-র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করেন মোদী-শাহ-নাড্ডারা। মঞ্চে নরেন্দ্র মোদীর একদম পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে। বেলা সাড়ে ১১টা থেকে এদিনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানাবে NDA।
অন্ধ্র প্রদেশে নাইডুর টিডিপি জিতেছে ১৬টি আসনে এবং বিহারে নীতিশ কুমারের জেডিইউ জয় পেয়েছে ১২টি আসনে।
এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় (২৪০ আসন) সরকার গঠনের জন্য প্রথমবারের মতো শরিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন মোদী।
এর মধ্যেই গুঞ্জন শুরু হয়, নীতিশ ও নাইডুর সঙ্গে যোগাযোগ করতে পারে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। এবার সর্বমোট ২৩২টি আসনে জয় পাওয়ায় তারাও সরকার গঠনের সুযোগ খুঁজছিল।