‘গুণ্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা,’ প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ভাড়াটে গুণ্ডাদের হামলা ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। মঙ্গলবার জয়নগরে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “এই জায়গাগুলিতে কয়েকদিন আগে কয়েকজনকে ভাড়াটে গুণ্ডা দিয়ে খুন করা হয়েছে। ভাড়াটে গুণ্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন। এত টাকা পায় কোথা থেকে? মানুষ খেতে না পারলে ৫ টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য ১৩ লাখ-১৫ লাখ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুণ্ডা আমদানি করে কুন খারাপি করবে এটা হবে না। বাংলা শান্তির জায়গা।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলা কোনও ভেদাভেদ করে না। বাংলা মুসলমানদের মক্কা-মদিনা, বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর-বেলুড়মঠ।”

এদিন জয়নগর-সহ গোটা জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জয়নগরের মোয়া ও এবং সুন্দরবনের মধুর জি আই ট্যাগ পাওয়ার জন্য, সংশ্লিষ্ট সমস্ত মানুষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম শ্রেণির সবুজসথীর সাইকেল এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দিয়ে দেওয়ারও নির্দেশ দেন তিনি।

ভাড়াটে গুণ্ডাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুখ্যমন্ত্রীর ভাড়াটে গুণ্ডাদের বিরুদ্ধে কড়া বার্তার ফলে জেলা পুলিশ প্রশাসন সতর্ক হয়ে উঠেছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। ভাড়াটে গুণ্ডাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ভাড়াটে গুণ্ডাদের দৌরাত্ম্য রোধ করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।