‘ভয় পেও না সাহস রাখ’, ED দপ্তরে নুসরতকে তলব করতেই ভগবানের চরণে যশ!

দীর্ঘদিনের জল্পনা অবশেষে সত্যি হল। তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানকে ইডি তলব করেছে। আগামী মঙ্গলবার তাকে সল্টলেকের ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে।
এই ঘটনার পর নুসরত জাহানের প্রেমিক ও অভিনেতা যশ দাশগুপ্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি হনুমানজির সামনে হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বি ব্রেভ অ্যান্ড ফিয়ারলেস”।
নেটিজেনদের ধারণা, এই ছবিতে যশ নুসরত জাহানকেই সাহস জোগাচ্ছেন।
যশ দাশগুপ্তের আগামী ছবি মেন্টাল। এই ছবিতে তার বিপরীতে নুসরত জাহান অভিনয় করছেন।
এদিকে, নুসরত জাহান ইডি তলব নিয়ে বলেছেন, “আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সহযোগিতাও করব। আমাকে যদি ডাকা হয়ে থাকে তাহলে হাজিরও দেব।”
এর আগে, কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নুসরত জাহান বলেছিলেন, “কোনও ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমি ওই সংস্থার থেকে ঋণ বাবদ কিছু টাকা নিয়েছিলাম। সেই টাকা সুদ সমেত ফিরিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
View this post on Instagram