উচ্চমধ্যমিক: পাশের হরে এগিয়ে বাংলার ৭ জেলা, প্রথম হলো বাংলার এই জেলা

এবারের উচ্চমাধ্যমিকের ফলাফলে পাশের হারে এগিয়ে বাংলার ৭ জেলা। এই জেলাগুলিতে পাশ করেছন প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী। প্রথম শটে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালিম্পঙ ও বাঁকুড়া।

উচ্চ্যমাধ্যমিকের প্রথম ১০ এ স্থান করে নিয়েছে ২৭২ জন। ছাত্রের সংখ্যা ১৪৪ ও ছাত্রীর সংখ্যায় ১২৮ জন। প্রথম হয়েছে আদিশা দেবশর্মা তিনি কোচবিহারের দিনহাটা সানিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় হয়েছেন সায়ানদীপ সামন্ত তিন্নি পশ্চিম মেদেনি পুরের জলচক নোটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
প্রসঙ্গত, মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রকাশিত হলো উচ্চমধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ শাগবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এর আগে 2020 সালে পরীক্ষা শুরু হবার পর মাঝপথেই কোরোনার কারণে স্থগিতের হয়ে যায় পরীক্ষা।

এরপর করোনা আনহে ২০২১ এ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্তীরা। পরীক্ষা শেষ হবার ৪৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ।

আগামী বছর উচ্চমধ্যমিক শুরু হবে ১৪ মার্চ ও শেষ হবে ২৭ মার্চ।