প্রেম করার সবচেয়ে বড়ো সমস্যা কী জানেন? সময় নষ্ট, হার্ট ব্রেক, এ সব তো আছেই, উপরি হল বিস্তর পয়সা খরচ হয়ে যায়। যাঁরা ডেটিং অ্যাপে একের পর এক মনের মতো সঙ্গী খুঁজে নেন নিয়মিত, তাঁরা বিলক্ষণ জানেন সে কথা। সত্যি বলতে, প্রথমবার কারও সঙ্গে দেখা করার সময় তো আর মাঠেঘাটে বসে কাটিয়ে দেওয়া যায় না! একটা ভালো রেস্তোরাঁয় যেতে হয়, সিনেমার টিকিট কাটতে হয়, উপহারও কিনতে হয় কিছু একটা। আর প্রথম ডেটের ইমপ্রেশন ধরে রাখতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনগুলোতেও খরচের বহর চলতেই থাকে! কাজেই মাসের মাঝামাঝি পৌঁছোতে না পৌঁছোতেই পকেট গড়ের মাঠ!
কিন্তু প্রেম বা ডেটিংয়ের চক্করে পড়ে আর্থিক দিক থেকে বিপন্ন হয়ে পড়ার কোনও কারণ নেই! ইচ্ছে করলেই পরিস্থিতি সামাল দিতে পারেন আপনি। কীভাবে? নিজেই জেনে নিন!
ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নিন
প্রেমিককে নিয়ে যে সারাক্ষণ ফাইন ডাইনিং রেস্তোরাঁতেই যেতে হবে, তেমন কোনও মানে নেই! মানসিকতা থাকলে রাস্তার চায়ের দোকানটাও আপনাদের ঘনিষ্ঠতার সাক্ষী হয়ে উঠতে পারে। দু’জনেই যদি পেন্টিং পছন্দ করেন, তা হলে আর্ট গ্যালারিতেও কাটিয়ে দিতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। বই ভালোবাসলে যে কোনও বইয়ের দোকানে ঢুকে পড়ুন। প্রকৃতির প্রতি আকর্ষণ থাকলে লোকাল ট্রেনে চেপে একটু গ্রামের দিকে চলে যান। মোদ্দা কথা ছোট ছোট বিষয়ের মধ্যে খুঁজে নিন জীবনের আনন্দ।
সৎ থাকুন
টাকাপয়সার টানাটানি থাকলে তা স্বীকার করে নিতে দ্বিধা করবেন না। বারবার ক্রেডিট কার্ড সোয়াইপ করে ধারদেনার পাহাড় মাথায় নেওয়া কোনও কাজের কথা নয়। খরচ দু’জনে শেয়ার করে নিন। দামি রেস্তোরাঁ এড়িয়ে চলুন।
বাজে খরচ বন্ধ করুন
ডেটিংয়ে বেরোনোর আগে দামি স্পা বা সালোনে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর অভ্যেস? ছাড়তেই হবে এবার। শুধু স্পা নয়, নতুন পোশাকআশাক কেনার ব্যাপারটাও নিয়ন্ত্রণে আনুন।
নিজেকে হাঁফ ছাড়ার সময় দিন
যদি উপরে বলা সবক’টা ধাপই ব্যর্থ হয়, তা হলে কিছুদিনের জন্য প্রেমের সেশনগুলোকে টা টা বলতেই হবে। ডেটিং অ্যাপগুলো আনইনস্টল করে দিন। টাকাপয়সার দিকটা একটু সুস্থিত হলে না হয় ফের পা বাড়াবেন ও পথে!