কুসুম আর লেবুর রসে, খুশকি যাবে জলে ভেসে

ঘন-কালো চুল কে না চায়। এমন আকাঙ্ক্ষা নারী-পুরুষ উভয়েরই থাকে। কিন্তু অনেকের চুল বাড়ে না। খুশকিতে নাকাল। নেই প্রয়োজনীয় পুষ্টি। কিন্তু আপনি যদি চুলের সঠিক যত্ন করেন, তবে চুল বাড়বে, লম্বা হবে এবং মাথার ত্বকও থাকবে পরিষ্কার।
ডিমে থাকা পুষ্টি উপাদান চুলকে মজবুত করতে সহায়তা করে। সেইসঙ্গে চুলের বৃদ্ধিও হবে কার্যকর। আর লেবুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান চুলকে পরিষ্কার করে। লেবু ও ডিমের কুসুম মিলে মাথার ত্বককে সুস্থ করে, চুল লম্বা ও মজবুত করে। খুশকি দূর করতেও বেশ সহায়ক ডিম। সঙ্গে লেবুর রস যোগ করলেই হবে।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে নিমিষেই দূর হবে আপনার খুশকি। চলুন, দেখে নেওয়া যাক—

উপাদান

১. একটি ডিমের কুসুম
২. দুই টেবিল চামচ তাজা লেবুর রস

ব্যবহারের পদ্ধতি

১. ডিম ভেঙে কুসুম আলাদা করে একটি বাটিতে রাখুন।
২. বাটিতে লেবুর রস দিন এবং ভালো করে মেশান।
৩. এবার চুলে মিশ্রণটি ভালো করে লাগান।
৪. শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন।
৫. ৩০ মিনিট পর তুলে ফেলুন।
৬. এবার চুল শ্যাম্পু করুন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy