প্রতিদিন তোমাকে মিস করি, সুশান্তের মৃত্যু বার্ষিকীতে শোক প্রকাশ রিয়ার

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার দুই বছর। সুশান্তকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের বিদায়ের দিনে রিয়া জানালেন, ভালোবাসা অটুট।

১৪ জুন, ২০২০। ভারতের ক্রিকেট তারকা এম এস ধোনির জীবনীভিত্তিক ছবি ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত না ফেরার দেশে চলে যান। মাত্র ৩৪ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না আজও অনেকে। বান্দ্রায় নিজ বাসায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন বলে খবরে প্রকাশ।

আজ দুপুরে অভিনেত্রী রিয়া চক্রবর্তী স্মৃতির থলে থেকে কিছু ছবি উন্মুক্ত করেছেন, যা এই প্রথম প্রকাশ পেল। ইনস্টাগ্রামে রিয়া চারটি ছবি প্রকাশ করেছেন, যেখানে সুশান্ত প্রাণবন্ত, সেই হাস্যোজ্জ্বল মুখ। রিয়ার সঙ্গে প্রেমে মত্ত।

চারটি প্রেমময় ছবি প্রকাশ করে রিয়া চক্রবর্তী ক্যাপশন জুড়েছেন—প্রতিদিন তোমাকে মিস করি। যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শোক ও স্মৃতিচারণ করছেন সহশিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। তাঁরা সামাজিক পাতায় সুশান্তকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

এমন বিষাদের দিনে আরও বিষাদপূর্ণ বয়ান দিয়েছেন সুশান্তের বোন শ্বেতা সিং। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, সুশান্ত অমর থাকবেন।

২০১৪ সালে ‘কাই পো চে’র মাধ্যমে ছবিতে অভিষেক হয় সুশান্তের। এরপর তিনি ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড জার্নি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। তাঁকে সর্বশেষ নেটফ্লিক্সের ‘ড্রাইভ’-এ দেখা গিয়েছিল। টেলিভিশন চ্যানেল জি টিভির সিরিয়াল ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর।

ব্যক্তিগত জীবনে দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন সুশান্ত। সিরিয়ালে অভিনয় করার সময় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। দুজন লিভ-ইনও করতেন। কিন্তু সুশান্ত বলিউডে পা রাখার কিছু দিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। পরে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। প্রেমে জড়ান।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy