জটিলতা ছাড়াই সম্পর্ক ভাঙবেন যেভাবে!

সম্পর্কে বিচ্ছেদ হতেই পারে। তবে বিচ্ছেদে আবার বন্ধুত্বপূর্ণ আচরণ দেখানো যাবে কী ভাবে? একথা মনে আসতে পারে অনেকের। কিন্তু কারও সংগে পথ চলা বন্ধ করা মানেই যে তাতে জটিলতা তৈরি করতে হবে, এমনও তো নয়। ঝামেলা ছাড়াই দূরত্ব বজায় রাখার চেষ্টা করা যেতেই পারে।

সেই ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরিঃ

১. কোন কথা বলবেন, তা সাবধানে বাছতে হবে। প্রেম ভাঙার সময়ে অনেক ধরনের অনুভূতি কাজ করে। ফলে খারাপ কথা বেরিয়ে আসার প্রবণতা দেখা দেয়। শেষের কথাগুলিই থেকে যায় অনেক দিন। দু’টি খারাপ শব্দের ক্ষতির পরিমাণ অনেক। তাই সাবধানে শব্দ প্রয়োগ করা জরুরি।

২. সম্পর্ক সব সময়ে দু’জনের ইচ্ছায় ভাঙে না। মূলত এক জন সরে যেতে চান। অন্য জন তখন বাধ্য হন পরিবর্তনের সংগে মানিয়ে নিতে। যিনি উদ্যোগী হচ্ছেন সম্পর্ক ভাঙতে, তাঁর দায়িত্ব বেশি। কেন নতুন পথ বেছে নিচ্ছেন, অন্য জনকে তা বুঝিয়ে বলা দরকার।

৩. একটি সম্পর্ক ভাঙার সময় তখনই আসে, যখন তার মধ্যে কিছু খারাপ লাগার মতো অভিজ্ঞতা জমে। কিন্তু সম্পর্ক ভাঙার সময়ে অন্যের উপরে সেই দায় চাপানোর চেষ্টা না করাই শ্রেয়। সম্পর্কে দু’জনের দায়িত্বই সমান।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy