কোন রঙের ওষুধ কোন রোগ নিরাময় করে! জেনেনিন একঝলকে

এই রঙ বাস্তু শাস্ত্রে এক বিশেষ জায়গায় অবস্থান করছে। ঠিক তেমনি মানুষের রোগ-ব্যাধীতেও একই ভাবে এই রঙ কাজ করে। চিকিৎসার ওপর রঙের এই প্রভাব ফোটোমেডিসিন নামে পরিচিত। চলুন তবে জেনে নেয়া যাক কোন রঙের ওষুধ কোন রোগ নিরাময় করে-

১) আমাদের অনেকের আকাশি রঙ ভালো লাগে, আমরা যেটাকে বলে থাকি স্কাই ব্লু। এই রঙ পেটের রোগের সহায়ক।

২) কমলা রঙ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

৩) লাল রঙ গলার রোগ, সর্দি কাশি, এসব নিরাময়ে কাজে লাগে।

৪) সাদা রঙ আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে। এই রঙ শান্তির প্রতিক, এই রঙে এক প্রকার শান্তি বিরাজ করে, যা অন্য সব রঙে পাওয়া যায় না। এই সাদা রঙ বেশিরভাগ রোগীর ঘরে ব্যবহার হয়ে থাকে।

৫) হলুদ রঙ মানসিক দুর্বলতা, হৃদ জনিত সমস্যা, অম্বল, স্নায়ুর উত্তেজনা সব কিছুতেই খুব উপকারী।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy