আবেদনময়ী নাকি বুদ্ধিমতী, নারীদের কোন গুণটা বেশি আকর্ষণীয় ছেলেদের কাছে?

আবেদনময়ী নাকি বুদ্ধিমতী? কোন গুণটা বেশি আকর্ষণীয় ছেলেদের কাছে? শুধুমাত্র শরীরের বাঁক দিয়ে এখন আর বশ করা যায় না ছেলেদের, অন্তত এমনটাই জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীদের এক অংশ। শারীরিক আকর্ষণের মোহ প্রাথমিক ভালো লাগার ক্ষেত্রে লোভনীয় হলেও জীবনসঙ্গিনী হিসেবে মেয়ে খুঁজতে নেমে পুরুষরা বেশি নম্বর দেয় বুদ্ধিমত্তাকেই৷

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বৈজ্ঞানিকরা জানিয়েছেন, পুরুষের মনের গভীরে স্ত্রীয়ের মধ্যে প্রচ্ছন্ন থাকে তার সন্তানের ভাবি মায়ের ছবি৷

নানা সমীক্ষা থেকে দেখা গিয়েছে, পুরুষরা মেয়েদের শরীরের থেকে তাদের বাস্তব বুদ্ধিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এমনটাই জানিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডেভিড বেইনব্রিজ৷

চেহারা, অতিরিক্ত বড় স্তন কখনওই পছন্দ নয় পুরুষের। তার আরও একটি কারণ হল, মহিলাদের শরীরের বাঁধন ঢিলে হয়ে গেলে যুবতী লাগে না তাদের৷ শরীরের আঁটসাটভাব দীর্ঘদিন বয়স লুকিয়ে রাখতে পারে মহিলাদের৷ এছাড়া মহিলাদের শরীরের বেশি ফ্যাট তাদের প্রেগন্যান্সিতে জড়ায়ুতে থাকা বাচ্চাকেও অতিরিক্ত ফ্যাট সরবরাহ করে যা সন্তানের পক্ষে ক্ষতিকর৷

পরীক্ষা করে দেখা গেছে ছেলেরা স্ত্রী খোঁজার সময় সুস্থ, বুদ্ধিমতী ও যৌবন খোঁজে, ‘সেক্সিনেস’ নয়৷

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy