গোপনাঙ্গের কালো দাগ দূর করুন এখন ঘরোয়া উপায়ে, জানতে অবশ্যই পড়ুন

গোপনাঙ্গে কালো দাগ সংক্রমণের আভাস দেয়। সুতরাং সুস্বাস্থ্য ধরে রাখতে এর যত্ন নিন। ঘরোয়া উপায়ে গোপনাঙ্গের কালো দাগ দূর করে সংক্রমণমুক্ত থাকুন। রইলো কয়েকটি টিপস:

>>গোপনাঙ্গে কালো দাগের সমস্যায় ভোগেন নারী-পুরুষ উভয়ই। বিভিন্ন কারণে এই কালো দাগ হতে পারে। অনেক সময় টাইট অন্তর্বাস পরা এর অন্যতম কারণ। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো হরমোনজনিত সমস্যার কারণেও এই কালো দাগ হয়ে থাকে।

>>শুধু দই ব্যবহার করেও গোপনাঙ্গের কালো দাগ পরিষ্কার করা যায়। সঙ্গে ত্বকের র‌্যাশ ও জ্বালাপোড়ার সমস্যা থাকলেও আরাম দেয় টক দই। টক দই মেখে ১০-১৫ মিনিট রাখুন, তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

>>মিনারেল ও ভিটামিনে পরিপূর্ণ অ্যালোভেরা জেল কালো দাগকে দূর করে। দিনে ২০-৩০ মিনিট অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। দুই মাসের মধ্যেই উপকার পাবেন।

>> আলুর পেস্ট গোপনাঙ্গে লাগিয়ে রাখুন। এতে ন্যাচারাল ব্লিচিং আছে। যা কালো দাগ দূর করতে পারে।

>> ত্বক ফর্সা করার সবচেয়ে ভালো টোটকা হচ্ছে গুঁড়া হলুদ আর কমলালেবুর রস। এটা প্রাকৃতিক ব্লিচ হিসেবেও কাজ করে। তিনভাগ কমলালেবুর রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মেশান এবং ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy