লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা! ২০০০ টাকা করে পাবেন বাংলার মহিলারা? ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার অনেক আগেই ফের মাস্টারস্ট্রোক দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার মহিলাদের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ভাতার পরিমাণ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়ার জোর জল্পনা শুরু হয়েছে নবান্নে। রাজনৈতিক মহলের খবর, আসন্ন বাজেটেই এই প্রকল্পের অনুদান বাড়িয়ে ২,০০০ টাকার কাছাকাছি নিয়ে যাওয়ার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা করে পান। তবে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে তৃণমূল সরকার এই অঙ্ক দ্বিগুণ করার পরিকল্পনা করছে। যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে প্রশাসনিক স্তরে তোড়জোড় শুরু হয়ে গেছে বলেই খবর।
কীভাবে মিলবে এই বর্ধিত টাকা? যদি রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করে, তবে আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়বে না। যে সমস্ত মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, সরাসরি তাঁদের আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টেই বর্ধিত টাকা পৌঁছে যাবে। নতুন আবেদনকারীদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট সরকারি পোর্টাল থেকে আবেদন করার সুযোগ থাকবে। নির্বাচনের আগে মহিলা ভোটারদের সমর্থন সুনিশ্চিত করতে এই পদক্ষেপ তৃণমূলের জন্য বড় গেমচেঞ্জার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।