সন্ধ্যা ৬টার পর গায়েব রাম চরণ! মেগাস্টারের এমন অদ্ভুত অভ্যাসের নেপথ্যে আসল কারণ কী?

দক্ষিণী সিনেমার সুপারস্টার থেকে ‘আরআরআর’-এর দৌলতে গ্লোবাল আইকন— রাম চরণের জনপ্রিয়তার পারদ এখন তুঙ্গে। কিন্তু এই আকাশচুম্বী সাফল্যের নেপথ্যে রয়েছে এক কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাত্যহিক রুটিন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। আর তা শুনে রীতিমতো অবাক ভক্তমহল। রাম চরণ জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর স্মার্টফোন বন্ধ করে দেন।

অভিনেতার মতে, ব্যক্তিগত জীবন এবং মানসিক শান্তির জন্য ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকা জরুরি। তিনি বলেন, “আমি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাণপণ কাজ করি, কিন্তু তারপর আর নয়।” শুধু ফোন বন্ধ করাই নয়, মেগাস্টারের ডায়েট চার্টও বেশ চমকপ্রদ। স্ত্রী উপাসনা কামিনেনি জানিয়েছেন, দেশ হোক বা বিদেশ— রাতে রাম চরণের প্রথম পছন্দ অত্যন্ত সাধারণ ‘খিচুড়ি’। আর তাঁর দিন শুরু হয় মাত্র এক গ্লাস দুধ দিয়ে।

বর্তমানে রাম চরণ তাঁর আগামী ছবি ‘পেড্ডি’ (Peddi)-র জন্য নিজেকে প্রস্তুত করছেন, যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূরকে। আগামী মার্চ মাস থেকেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। বিনোদন জগতে থেকেও এমন সাদামাটা এবং সুশৃঙ্খল জীবনযাপনই রাম চরণকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে।