৪২-এর দোরগোড়ায় পায়েল সরকার! কেন আজও মেলেনি মনের মানুষ? খোলসা করলেন অভিনেত্রী

উইকিপিডিয়ার হিসেবে আগামী মাসেই ৪২ ছুঁতে চলেছেন টলিউড সুন্দরী পায়েল সরকার। এক সময় দেব, সোহম বা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে বক্স অফিস কাঁপানো এই নায়িকা আজও সমান উজ্জ্বল। তবে সমসাময়িক অনেক অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসলেও পায়েল আজও ‘সিঙ্গল’। সম্প্রতি তাঁর এই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
পায়েলের প্রেমের তালিকায় সবচেয়ে চর্চিত নাম ছিল পরিচালক রাজ চক্রবর্তী। দীর্ঘস্থায়ী সেই সম্পর্ক পূর্ণতা না পাওয়ার কারণ হিসেবে পায়েল পরে জানিয়েছিলেন, দুজনের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। এরপর পরিচালক আবির সেনগুপ্তর সঙ্গে তাঁর নাম জড়ালেও তা স্থায়ী হয়নি। ‘দাদাগিরি’-র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে পায়েল মজার ছলে জানিয়েছিলেন, বাঙালি বাবারা বড্ড ‘পজেসিভ’ হন। মা-বাবার পছন্দমতো ছেলে খুঁজে না পাওয়াটাও তাঁর সিঙ্গল থাকার একটা বড় কারণ। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে পায়েল এখন নিজের শর্তে বাঁচতেই বেশি ভালোবাসেন।