“তুমি একদিন প্রধানমন্ত্রী হবে!” নেহরুর সেই ভবিষ্যৎবাণী ও অটল-স্মরণ, ন্যাশনাল লাইব্রেরিতে আবেগপ্রবণ শমীক

তাঁর বাগ্মিতায় মুগ্ধ ছিল গোটা বিশ্ব। ভারতের সংসদীয় রাজনীতির সেই ‘ভীষ্ম পিতামহ’ অটলবিহারী বাজপেয়ীর ১০১তম জন্মজয়ন্তী পালন করল রাজ্য বিজেপি। বৃহস্পতিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত ‘সুশাসন দিবস’-এর মঞ্চ থেকে বাজপেয়ীর বর্ণময় রাজনৈতিক জীবনের একাধিক অজানা অধ্যায় তুলে ধরলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানেই উঠে এল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে অটলজির সেই ঐতিহাসিক সম্পর্কের কথা।
শমীক ভট্টাচার্য তাঁর বক্তব্যে তুলে ধরেন ছয়ের দশকের এক ঘটনার কথা। তখন জওহরলাল নেহরুর বিরুদ্ধে দেশজুড়ে জনরোষ বাড়ছে। সেই সময় একজন তরুণ সাংসদ হিসেবে অটলজি নেহরুকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “আপনাকে সংসদ ফেস করতে হবে।” সেই আহ্বানে সাড়া দিয়ে নেহরু বিশেষ অধিবেশন ডাকেন এবং অটলজির তীক্ষ্ণ আক্রমণের মুখোমুখি হন। শমীক বলেন, “সেই বক্তৃতা শেষে পণ্ডিত নেহরু মুগ্ধ হয়ে বলেছিলেন— তোমার দল কোনওদিন ক্ষমতায় আসবে কি না জানি না, কিন্তু তোমার মধ্যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পূর্ণ যোগ্যতা রয়েছে।” পরবর্তীকালে নেহরুর সেই ভবিষ্যৎবাণীই সত্যি হয়েছিল।
বাজপেয়ীর এই অদম্য লড়াইকে হাতিয়ার করেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণহুঙ্কার দিয়েছেন শমীক। তিনি জোরের সঙ্গে দাবি করেন, “২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই মাটিতে অটলবিহারী বাজপেয়ীর আদর্শের সরকার প্রতিষ্ঠিত হবেই। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তাদের আর কেউ আটকে রাখতে পারবে না।” অটলজির জন্মশতবর্ষের আবহে বাংলায় বিজেপির সরকার গড়াই হবে তাঁর প্রতি শ্রেষ্ঠ সম্মান, এমনটাই বার্তা দিয়েছেন শমীক।