কাকদ্বীপে মাটির তলায় রহস্যময় গর্জন! হু হু করে বেরোচ্ছে গ্যাস, তবে কি সোনার খনির হদিশ?

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের উত্তর চন্দননগর এলাকায় এখন তীব্র আতঙ্ক আর কৌতূহলের মিশ্রণ। হঠাৎ করেই মাটির তলা থেকে ভেসে আসছে এক অদ্ভুত গুমগুম শব্দ, যা শুনে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। শুধু শব্দই নয়, মাটি ফুঁড়ে বেরোচ্ছে তীব্র দুর্গন্ধযুক্ত গ্যাস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিরাপত্তার খাতিরে ওই নির্দিষ্ট এলাকাটি দড়ি দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ ও প্রশাসন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার সকাল থেকেই মাটির নিচের এই রহস্যময় আওয়াজ টের পাওয়া যায়। চন্দননগর এলাকায় এক সময় ওএনজিসি (ONGC) প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ড্রিলিং বা খননকার্য চালিয়েছিল। বাসিন্দাদের অনুমান, সেই সময়কার কোনো পরিত্যক্ত গর্ত বা পাইপলাইনের মাধ্যমেই এখন ভূগর্ভস্থ গ্যাস বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। অনেকে আবার স্বপ্ন দেখছেন অন্য কিছুর—যদি সত্যিই এখানে প্রাকৃতিক গ্যাস বা তেলের খনির হদিশ মেলে, তবে সুন্দরবনের অর্থনৈতিক মানচিত্রটাই বদলে যাবে।

প্রশাসনের প্রাথমিক অনুমান, মাটির তলায় পকেট গ্যাস জমে থাকার কারণে এমন শব্দ হতে পারে। অথবা পাশের নদী থেকে ভূগর্ভস্থ কোনো চোরা স্রোতের ধাক্কায় এই আওয়াজ সৃষ্টি হচ্ছে। তবে বিষাক্ত গ্যাসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞ দল পাঠিয়ে মাটি পরীক্ষা করা হবে। রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ওই জায়গার কাছে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের এই শান্ত জনপদে মাটির নিচের এই ‘অদ্ভুত কাণ্ড’ এখন টক অফ দ্য টাউন।