কানাডা থেকে কন্ট্রাক্ট কিলিংয়ের ফরমান! দিল্লির করকরডুমা আদালতে নাটকীয় মোড়, জামিন পেলেন মূল অভিযুক্ত

দিল্লির করকরডুমা আদালত বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর হত্যা ষড়যন্ত্র মামলার অভিযুক্তকে জামিন মঞ্জুর করেছে। এই মামলাটি গোয়েন্দা মহলে বিশেষ আলোড়ন তৈরি করেছিল, কারণ অভিযোগ ছিল যে খুনের সম্পূর্ণ নীল নকশা তৈরি হয়েছিল সুদূর কানাডা থেকে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি বিদেশের মাটিতে বসে থাকা এক সহ-অভিযুক্তের নির্দেশে দিল্লিতে কন্ট্রাক্ট কিলিং বা ভাড়ায় খুনের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, কানাডা নিবাসী ওই সহ-অভিযুক্তের সরাসরি মদতে দিল্লিতে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে শুটার নিয়োগ এবং অস্ত্র সরবরাহের ষড়যন্ত্র করা হয়েছিল। দিল্লি পুলিশ দাবি করেছিল যে, ধৃত ব্যক্তি এই আন্তর্জাতিক অপরাধ চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ লিঙ্ক। তবে আদালতে শুনানির সময় আসামী পক্ষের আইনজীবী যুক্তি দেন যে, সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত থাকার পর্যাপ্ত তথ্যপ্রমাণ পুলিশ পেশ করতে পারেনি। দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত নির্দিষ্ট শর্তসাপেক্ষে অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই রায় দিল্লি পুলিশের বিশেষ সেলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে বিদেশের মাটি থেকে পরিচালিত অপরাধী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কানাডা এবং ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ ও সীমান্তপারের গ্যাংস্টারদের দৌরাত্ম্য যখন খবরের শিরোনামে, তখন করকরডুমা আদালতের এই জামিনের নির্দেশ আইনি মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন এই চক্রের সঙ্গে আর কোনো আন্তর্জাতিক গ্যাংয়ের যোগসূত্র রয়েছে কি না।