বিজেপি নেতার রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ! মাথাভাঙার রক্তক্ষয়ী সংঘর্ষে নয়া মোড়, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

কোচবিহারের মাথাভাঙার হাজরাহাটে বাবা ও ছেলের নৃশংস খুনের ঘটনায় এবার সরাসরি তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে শিকদার পরিবারের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান মানব সরকার ও তাঁর ছেলে যাদব সরকার। আহত হন পরিবারের আরও ৬ সদস্য। এই ঘটনাকে পুলিশ ও স্থানীয়রা ‘প্রেমঘটিত’ বা ‘পারিবারিক’ বিবাদ বলে দাবি করলেও, শুভেন্দুর দাবি এটি নিছকই একটি ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’।
এদিন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী দাবি করেন, নিহত মানব সরকার বিজেপির একজন অত্যন্ত সক্রিয় কর্মী এবং স্থানীয় মণ্ডলের যুব মোর্চার সহ-সভাপতি। তাঁর বক্তব্যের সপক্ষে নিহতদের বিজেপির সদস্য পদের রেজিস্ট্রেশন নম্বরও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। শুভেন্দুর অভিযোগ, অভিযুক্তরা সকলেই তৃণমূল আশ্রিত পরিচিত গুন্ডা। পুলিশ ঘটনার গুরুত্ব কমিয়ে দেখাতে এবং রাজনৈতিক যোগ আড়াল করতে র্যাফ নামিয়ে এলাকা ঘিরে ফেলেছে যাতে বিজেপি নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন।
অন্যদিকে, নিহত যাদব সরকারের জেঠু বিজয় সরকার সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তাঁর মতে, ঘটনার মূলে রয়েছে একটি প্রেমঘটিত বিবাদ। ফালান শিকদারের মেয়ের সঙ্গে যাদবের প্রেমের সম্পর্ক ছিল এবং বুধবার যাদব মেয়েটিকে নিয়ে বাড়িতে চলে আসায় শিকদার পরিবার ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এই ‘প্রেম’ বনাম ‘রাজনীতি’র লড়াইয়ে মাথাভাঙা এখন থমথমে। পুলিশ তদন্ত শুরু করলেও শুভেন্দুর তোলা অভিযোগ ঘিরে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া মেলেনি।