৩ বছরের সন্তানকে ফেলে চলে গেলেন ইমানি! হলিউড অভিনেত্রীর নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কি পরকীয়া না কি অন্য কিছু?

ক্রিসমাসের আনন্দের মাঝেই হলিউড থেকে ভেসে এল এক অত্যন্ত বেদনাদায়ক খবর। বিশ্বখ্যাত ছবি “দ্য লায়ন কিং”-এ শিশুশিল্পী হিসেবে নজর কাড়া অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ আর নেই। মাত্র ২৫ বছর বয়সে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি। নিউ জার্সির এডিসনের একটি বাড়িতে তাঁকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাঁকে নিউ ব্রান্সউইকের রবার্ট উড জনসন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটরের অফিস থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে ইমানির প্রেমিক জর্ডান ডি. জ্যাকসন স্মলসকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জর্ডানই ইমানিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে খুনের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই তরুণী অভিনেত্রীকে প্রাণ দিতে হলো, তা এখনও খতিয়ে দেখছে প্রশাসন।

ইমানি দিয়া স্মিথ খুব অল্প বয়সেই অভিনয় জগতে পদার্পণ করেছিলেন। “দ্য লায়ন কিং” ছবিতে তরুণী ‘নালা’-র চরিত্রে তাঁর কণ্ঠ ও অভিনয় দর্শকদের মন জয় করেছিল। অভিনেত্রীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার এখন শোকে স্তব্ধ। রেখে গেছেন তাঁর বৃদ্ধ বাবা-মা, তিন বছরের একটি ছোট ছেলে এবং দুই ভাইকে। হলিউডের বহু তারকা ইমানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং অপরাধীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।