যাদবপুরের সমাবর্তনে ধুন্ধুমার! রাজ্যপাল ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগান, উত্তাল ক্যাম্পাস

বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান ঘিরে চরম উত্তেজনা ছড়ালো। সকাল ১০টা নাগাদ আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস ওপেন এয়ার থিয়েটারে পৌঁছানো মাত্রই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই (SFI) সমর্থকরা। কালো পতাকা ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, দীর্ঘকাল ধরে বিশ্ববিদ্যালয়ে আইসিসি (ICC) নির্বাচন বকেয়া রয়েছে। এসএফআই নেত্রী সঙ্গীতা কুণ্ডু বলেন, “রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ হওয়া সত্ত্বেও পরিকাঠামোগত সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। ল্যাবে সরঞ্জামের অভাব এবং নিরাপত্তার অভাব নিয়ে আমরা বারবার সরব হয়েছি।” তাঁদের অভিযোগ, ‘পাঁচতারা’ তকমা থাকলেও যথাযথ ক্লাস এবং পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই ক্যাম্পাসে।

তবে এই তীব্র বিক্ষোভের মাঝেই নির্ধারিত সূচি মেনে সমাবর্তন প্রক্রিয়া শুরু করেন রাজ্যপাল। বিক্ষোভ এড়িয়েই তিনি কোর্ট বৈঠকে যোগ দেন এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। প্রাক্তনীদের সঙ্গে দেখা করার পর মূল অনুষ্ঠান শুরু হলেও ছাত্র বিক্ষোভের জেরে সমাবর্তনের আনন্দ ম্লান হয়েছে বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।