বিশেষ: না ছিঁড়বে, না জলে ভিজবে, জেনেনিন PVC আধার কার্ড বানাবেন কীভাবে?

আধার কার্ড এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সাধারণ কাগজের আধার কার্ড অনেক সময় পুরনো হয়ে গেলে ছিঁড়ে যায় বা ল্যামিনেশন নষ্ট হয়ে যায়। এই সমস্যা মেটাতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নিয়ে এসেছে দুর্দান্ত সমাধান। এখন আপনি খুব সহজেই এটিএম কার্ডের মতো মজবুত এবং টেকসই ‘পিভিসি আধার কার্ড’ (PVC Aadhaar Card) অনলাইন অর্ডার করতে পারেন।
সবচেয়ে সুবিধাজনক বিষয়টি হলো, পরিবারের সব সদস্যের মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলেও চলবে। মাত্র একটি রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করেই আপনি আপনার পরিবারের সকলের জন্য আলাদা আলাদা পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। এই কার্ডটি পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি, যা সহজে নষ্ট হয় না এবং মানিব্যাগে রাখা খুব সহজ। এতে হলোগ্রাম, কিউআর কোড এবং গিলোশ প্যাটার্নের মতো উচ্চমানের সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে।
কীভাবে অর্ডার করবেন? প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা https://myaadhaar.uidai.gov.in/genricpvc লিঙ্কে যান। সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে “My Mobile number is not registered” বিকল্পটি বেছে নিন। এরপর আপনার কাছে থাকা সচল মোবাইল নম্বরে ওটিপি (OTP) আসবে। ওটিপি যাচাইয়ের পর মাত্র ৫০ টাকা (GST ও ডেলিভারি চার্জসহ) অনলাইন পেমেন্ট করলেই কাজ শেষ। পেমেন্ট সফল হলে একটি SRN নম্বর পাবেন, যা দিয়ে কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করা যাবে। সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে এই স্মার্ট আধার কার্ড।