হারমোনিয়াম ভাঙা হচ্ছে ওপারে, শিল্পীদের মুখ বন্ধ এপারে! বাংলাদেশ ইস্যুতে মেজাজ হারালেন মিঠুন

নদিয়ার মদনপুরে জনসভা করতে এসে ফের স্বমহিমায় ধরা দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। মিঠুন সাফ জানান, ওপারের আঁচ এপারে পড়তে দেবেন না তিনি।

মদনপুরের আলাইপুরের মাঠ থেকে মিঠুন চক্রবর্তী গর্জে উঠে বলেন, “আমি বেঁচে থাকতে এই বাংলাকে কোনওভাবেই বাংলাদেশ হতে দেব না। বাংলাদেশে আজ হারমোনিয়াম ভাঙা হচ্ছে, আর এপারে শিল্পীদের স্বাধীনভাবে গাইতে দেওয়া হচ্ছে না। এটা মেনে নেওয়া যায় না।” দীপু দাসের খুনের প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, বিজেপি কোনওভাবেই সংখ্যালঘুদের বিরোধী নয়, কিন্তু যারা ভারত-বিদ্বেষী তাদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। রাজ্য সরকার কেন এই ভারত-বিদ্বেষীদের বিরুদ্ধে মৌনতা পালন করছে, তা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি শাসকদলকে বিঁধেছেন ‘মহাগুরু’।