“প্রতি মাসে টাকা পাঠাবে বিজেপি”-খুন হওয়া দীপু দাসের পরিবার নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার বড় তথ্য দিল বাংলাদেশের স্পেশাল ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব (RAB)। তদন্তে নেমে তারা জানিয়েছে, নিহতের বিরুদ্ধে উসকানিমূলক কোনও মন্তব্য করার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে, সীমান্ত পেরিয়ে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

র‍্যাবের তদন্তে চাঞ্চল্যকর মোড়

ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের রাজনীতি সরগরম। প্রাথমিক অভিযোগে দীপুর বিরুদ্ধে কিছু মন্তব্য করার দাবি উঠলেও র‍্যাবের রিপোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের দফতর থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকা:

  • র‍্যাবের জালে (৭ জন): লিমন সরকার, তারেক হোসেন, মানিক মিয়া, এরশাদ আলি, নিজুম উদ্দীন, আলমগির হোসেন এবং মিরাজ হোসেন আকন।

  • পুলিশের জালে (৩ জন): আজমল হাসান সগীর, শাহিন মিয়া এবং নাজমুল।

শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা: “পাশে আছি আমরা”

মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন। তিনি ঘোষণা করেছেন:

  • মাসিক ভাতা: রাজ্য বিজেপির পক্ষ থেকে দীপু দাসের স্ত্রী ও বাবা-মাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য পাঠানো হবে।

  • ভিডিও কনফারেন্স: বুধবার সরাসরি দীপুর পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন শুভেন্দু।

  • সতর্কবার্তা: আর্থিক সাহায্যের নামে জালিয়াতি রুখতে শুধুমাত্র পরিবারের দেওয়া আসল ‘পেটিএম’ নম্বর ব্যবহারের আর্জি জানিয়েছেন তিনি।

“আমি সারা বিশ্বের হিন্দুদের কাছে আবেদন জানাচ্ছি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। আমরা সবসময় তাঁদের পাশে থাকব।” — শুভেন্দু অধিকারী