রাস্তা, জল ও নিকাশি সমস্যার সমাধানে কড়া দাওয়াই; পশ্চিম বর্ধমানের উন্নয়নে বড় পদক্ষেপ প্রশাসনের

পশ্চিম বর্ধমান জেলার সামগ্রিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোলের পরিকাঠামো উন্নয়ন এবং ঝুলে থাকা প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পুন্নাবাল্লাম এস এবং এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও ছিলেন বিধায়ক হরেরাম সিং, নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। বৈঠকে মূলত রাস্তাঘাট মেরামত, পরিস্রুত পানীয় জল সরবরাহ, উন্নত নিকাশি ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংসদ ও মন্ত্রীরা স্পষ্ট জানান, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে কোনো রকম আপস করা হবে না। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রকল্পগুলির গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক পুন্নাবাল্লাম এস জানান, উন্নয়নের কাজ কতদূর এগোল তা দেখতে নিয়মিত এই ধরনের পর্যালোচনা বৈঠক করা হবে। শিল্পাঞ্চলের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে এই বৈঠক অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।