সাক্ষাৎকারের মাঝেই কুস্তির চ্যালেঞ্জ! সম্পাদকের প্যাঁচে নাস্তানাবুদ যোগগুরু রামদেব?

সাক্ষাৎকার চলছিল সাবলীলভাবেই, কিন্তু আচমকা মেজাজ বদলালেন যোগগুরু রামদেব। অনুষ্ঠানের সঞ্চালক তথা মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা সম্পাদক জয়দীপ কার্নিকের কুস্তির পারিবারিক ঐতিহ্যের কথা জানতে পেরেই তাঁকে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রামদেব। জয়দীপের বাবা সুভাষ কার্নিক ও ঠাকুরদা রঙ্গনাথ কার্নিক দুজনেই ছিলেন কিংবদন্তি কুস্তিগীর। ফলে চ্যালেঞ্জ গ্রহণ করতে সময় নেননি সম্পাদক।

ভিডিওতে দেখা যায়, রামদেব তাঁর গেরুয়া পোশাকেই কুস্তির প্যাঁচ প্রয়োগ করে জয়দীপকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সম্পাদকও দমবার পাত্র নন, দক্ষতার সঙ্গে তিনি রামদেবের প্রতিটি চাল প্রতিহত করেন। শেষ পর্যন্ত ম্যাচটি বন্ধুত্বপূর্ণভাবে শেষ হলেও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে হাসাহাসি। কেউ বলছেন, “বাবা রামদেব এই বয়সেও দারুণ ফিট”, আবার কেউ বিদ্রূপ করে লিখেছেন, “সহজ শিকার ভেবেছিলেন, কিন্তু নিজেই ফেঁসে গেলেন।” এর আগেও অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার ও আন্দ্রি স্ট্যাডনিকের সঙ্গেও রামদেবকে কুস্তির আসরে দেখা গিয়েছিল।