আকাশপথে ‘মেড ইন ইন্ডিয়া’ গর্জন! ২০২৬ থেকে জাগুয়ারকে হটিয়ে জায়গা নেবে দেশীয় তেজস

ভারতীয় বিমান বাহিনীর (IAF) শক্তি বাড়াতে এবং আধুনিকীকরণের লক্ষ্যে বড় ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক। ২০২৬ সাল থেকে বায়ুসেনার পুরনো জাগুয়ার যুদ্ধবিমানগুলিকে অবসর দিয়ে সেগুলির পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক-১এ (Tejas Mk1A) মোতায়েন করা হবে। মূলত প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা জাগুয়ারের পুরনো DRAIN-I এবং II ভ্যারিয়েন্টগুলিকেই আগে প্রতিস্থাপন করা হবে।

বর্তমানে ভারতীয় বায়ুসেনায় ৪২টি স্কোয়াড্রনের প্রয়োজন থাকলেও রয়েছে মাত্র ৩০টি। এই ঘাটতি মেটাতে রাফায়েল বা সুখোই-এর পাশাপাশি দেশীয় তেজস প্রকল্পের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৬ সাল থেকেই পাইলট এবং গ্রাউন্ড ক্রু-দের প্রশিক্ষণ শুরু হবে, যাতে ২০২৮-২৯ সালের মধ্যে সম্পূর্ণভাবে এই পরিবর্তন আনা যায়। আধুনিক ‘এইসা’ (AESA) রাডার এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সমৃদ্ধ তেজস আকাশপথে ভারতের সুরক্ষা কবচকে আরও মজবুত করবে।