কিউয়ি সিরিজের আগে হার্দিক-বুমরাকে নিয়ে বড় সিদ্ধান্ত! বিশ্বকাপের আগে কি চোটের ভয়?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন হার্দিক পাণ্ড্য এবং জসপ্রীত বুমরা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে এই দুই মহাতারকাকে হয়ত মাঠের বাইরেই থাকতে হতে পারে। বিসিসিআই (BCCI) সূত্রের খবর, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের দুই প্রধান অস্ত্রের ‘ওয়ার্কলোড’ সামলাতেই এই বিশ্রামের পরিকল্পনা। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তাঁদের খেলার সম্ভাবনা ক্ষীণ। বুমরাকে সতেজ রাখতে এবং হার্দিকের ফিটনেস বজায় রাখতে বিসিআই কোনো ঝুঁকি নিতে চাইছে না।

এদিকে, ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে এখন ঈশান কিষাণ। দীর্ঘ অপেক্ষার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া নিয়ে মুখ খুলেছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, “জীবন বৃত্তাকার। ঈশান ক্রিকেটকে প্রাপ্য সম্মান দিয়েছেন বলেই আজ উপহার হিসেবে দলে ফিরেছেন।” উল্লেখ্য, ঈশানের নেতৃত্বেই ঝাড়খণ্ড এবার প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছে। টুর্নামেন্টে ১০ ইনিংসে ৫১৭ রান করে নির্বাচকদের কড়া নাড়ছিলেন তিনি। অশ্বিনের মতে, ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রমই ঈশানকে ফের জাতীয় দলে সুযোগ করে দিয়েছে।