ফেডারেশন বনাম আইএসএল ক্লাব! লিগ দখল নিয়ে চরম সংঘাত, একা পড়ে গেল ইস্টবেঙ্গল

ভারতীয় ফুটবলে নজিরবিহীন ডামাডোল! আইএসএল-এর দায়িত্ব নিজেদের হাতে নিতে একজোট হয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিল ১২টি ক্লাব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই জোটে সামিল হলেও ব্রাত্য থেকে গিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার দিল্লিতে ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পেশ করেন। তাঁর দাবি ছিল, ক্লাবগুলি যৌথভাবে লিগ পরিচালনা করতে চায়।

তবে এই প্রস্তাব পেশ হতেই উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। বাংলা সহ একাধিক রাজ্যের ফুটবল সংস্থা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, ফেডারেশনের হাত থেকে লিগ আয়োজনের ক্ষমতা কেড়ে নেওয়া ‘সংবিধান বিরোধী’। শেষ পর্যন্ত ক্লাবদের দাবি পত্রপাট খারিজ করে দিয়েছে এআইএফএফ। তবে বিতর্ক সামাল দিতে এবং টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে রয়েছেন অনির্বাণ দত্ত (বাংলা), নাভাস মীরান (কেরল) এবং কাইতানো ফার্নান্ডেজ় (গোয়া)। আগামী ২২ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে তাঁরা মোহনবাগান, মুম্বই সিটি ও নর্থইস্ট ইউনাইটেডের মতো ক্লাবগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন। প্রয়োজনে ফিফা এবং এএফসি-র সাহায্য নেওয়ার কথাও জানিয়েছে ফেডারেশন। একই সাথে আই লিগের জন্যও পৃথক কমিটি গড়া হয়েছে। এখন দেখার, ক্লাব বনাম ফেডারেশনের এই ঠান্ডা যুদ্ধ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়।