দেশভাগ ও অসম নিয়ে শুরু নতুন সংঘাত, মোদী বনাম কংগ্রেসের বাকযুদ্ধে উত্তপ্ত রাজনীতি

গুয়াহাটির গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করতে এসে কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশভাগের সময় কংগ্রেস অসমকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
রবিবার কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর মোদীর এই দাবিকে ‘ঐতিহাসিকভাবে ভুল’ বলে খারিজ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তিনি লেখেন, “অসমকে পাকিস্তানের কাছে হস্তান্তরের কোনও প্রস্তাব কখনওই ছিল না। অসম একটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল এবং দেশভাগ পরিকল্পনার অধীনে এটিকে পাকিস্তানের জন্য নির্দিষ্ট করা হয়নি।” তিনি আরও জানান, বিতর্ক ছিল কেবল মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সিলেট জেলা নিয়ে, যেখানে গণভোটের মাধ্যমে জনগণ পূর্ব পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
মানিকম ঠাকুর দাবি করেন, অসমের তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদোলোইয়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই করিমগঞ্জ মহকুমা ভারতে রাখা সম্ভব হয়েছিল। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ইতিহাসকে বিকৃত করে রাজনৈতিক স্লোগানে পরিণত করছেন, যা স্বাধীনতা সংগ্রামীদের অপমান। “মিথ্যাচার বন্ধ করতে হবে,” বলে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন এই কংগ্রেস সাংসদ।