প্রতিরক্ষা মন্ত্রকে ঘুষের মরণ কামড়! ২.২৩ কোটি নগদসহ হাতেনাতে গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল

দেশের প্রতিরক্ষা পরিকাঠামোর অন্দরে হানা দিয়ে এক বড়সড় ঘুষ কেলেঙ্কারির পর্দাফাঁস করল সিবিআই। শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি বিভাগের উপ-পরিকল্পনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার শর্মাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল অর্থ দাবি করেছিলেন তিনি। শর্মার পাশাপাশি বিনোদ কুমার নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, বেঙ্গালুরুভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে ৩ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন শর্মা। এরপরই দিল্লির আবাসে তল্লাশি চালিয়ে ২.২৩ কোটি টাকা নগদ উদ্ধার করেন আধিকারিকরা। এই চক্রের জাল কতটা গভীরে, তা খতিয়ে দেখতে রাজস্থানের শ্রী গঙ্গানগরেও তল্লাশি চালানো হয়। সেখানে শর্মার স্ত্রী, কর্নেল কাজল বালির বাড়ি থেকে ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, কাজল বালি ১৬তম পদাতিক ডিভিশন অর্ডন্যান্স ইউনিটের কমান্ডিং অফিসার।

তদন্তকারীদের মতে, এই দুর্নীতি সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সিবিআই গত ১৯ ডিসেম্বর একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল। দুবাই-ভিত্তিক একটি কোম্পানি এবং একাধিক বেসরকারি সংস্থার সাথে শর্মার গোপন আঁতাতের প্রমাণ মিলেছে। এই ঘটনায় প্রতিরক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।