‘আরএসএস-কে বিজেপির চশমায় দেখবেন না’, কলকাতায় বিস্ফোরক মোহন ভাগবত!

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) ১০০তম বর্ষ উদযাপন উপলক্ষে কলকাতায় এক তাৎপর্যপূর্ণ ভাষণ দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। বুধবার তিলোত্তমায় এক বক্তৃতা সিরিজে অংশ নিয়ে তিনি স্পষ্ট করে দেন যে, সঙ্ঘকে কেবল রাজনৈতিক চশমা দিয়ে বা বিজেপির দৃষ্টিকোণ থেকে বিচার করা ভুল। তাঁর মতে, আরএসএস কোনো সাধারণ সেবামূলক সংগঠন বা রাজনৈতিক প্রতিযোগী নয়।

ভাগবত বলেন, “সঙ্ঘের মূল উদ্দেশ্য এক বাক্যে প্রকাশ করা যায়— ভারত মাতা কি জয়। ভারত কেবল একটি মানচিত্র নয়, এটি একটি অনন্য ঐতিহ্য।” তিনি ব্যাখ্যা করেন যে, ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পর এখন সময় এসেছে সমাজকে শক্তিশালী করার। রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলন থেকে শুরু করে সুভাষচন্দ্র বসুর লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, সমাজকে ঐক্যবদ্ধ করাই সঙ্ঘের একমাত্র লক্ষ্য।

আরএসএস প্রতিষ্ঠাতা ডঃ হেডগেওয়ারের জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিষ্ঠাতা চরম দারিদ্র্য সহ্য করেও দেশসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। বিপ্লবীদের পাশে থাকা থেকে শুরু করে অসহযোগ আন্দোলনে কারাবরণ— হেডগেওয়ারের জীবন ছিল ত্যাগের প্রতিচ্ছবি। আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ভাগবতের এই চার দিনের বাংলা সফর এবং সঙ্ঘের অরাজনৈতিক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।