‘মোদীজিই সব, আমি তো কেবল হনুমানজি!’ পুণের অনুষ্ঠানে জয়শঙ্করের বিনম্র উত্তরে মুগ্ধ জনতা

দেশের জন্য কি একজন জয়শঙ্করই যথেষ্ট? শনিবার পুণেতে ‘ভারতের বিদেশনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনাসভায় এই প্রশ্নই ধেয়ে এসেছিল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দিকে। উত্তরে বিদেশমন্ত্রী হেসে বলেন, “আপনার প্রশ্নটাই ভুল।” এরপরই তিনি বিস্তারিত ব্যাখ্যায় বলেন, “আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল একজন মোদী আছেন, আর কাউকে দরকার কি না? কারণ শেষ পর্যন্ত হনুমানজি সেবা করেন, তেমনই আমিও মোদীজির নেতৃত্বে দেশের সেবা করতে চাই।”
জয়শঙ্কর স্পষ্ট করে দেন যে, কোনো দেশের পরিবর্তন নির্ভর করে তার নেতার দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের ওপর। তাঁর মতে, গত এক দশকে জি-২০ সভাপতিত্ব থেকে শুরু করে ভ্যাকসিন কূটনীতি— ভারতের যা যা আন্তর্জাতিক সাফল্য, তার মূল কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেকে নেপথ্যে রেখে জয়শঙ্কর যেভাবে হনুমানজির সঙ্গে নিজের তুলনা করলেন, তাকে বিজেপির কর্মী-সমর্থকরা ‘আদর্শ আনুগত্য’ হিসেবে দেখছেন। রাজনৈতিক মহলের মতে, এই রূপকের মাধ্যমে জয়শঙ্কর প্রকারান্তরে প্রধানমন্ত্রীকে ‘রাম’ এবং নিজেকে তাঁর বিশ্বস্ত ‘হনুমান’ হিসেবে তুলে ধরেছেন।