নোরা ফতেহির পর এবার অহনা কামরা! মুম্বইয়ে তারকাদের একের পর এক পথ দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী অহনা কামরা। সম্প্রতি জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওলা তাঁর ইনস্টাগ্রামে অহনার দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির একটি ছবি পোস্ট করলে অনুরাগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির খবর এই যে, দুর্ঘটনায় অভিনেত্রীর কোনো চোট লাগেনি এবং তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা এখনও স্পষ্ট নয় এবং অহনা নিজেও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বড়সড় বিপদ ঘটলেও অহনা শারীরিকভাবে অক্ষত আছেন। সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ প্রতিযোগী পবন সিংয়ের সঙ্গে বাদানুবাদ এবং প্রাণনাশের হুমকি পাওয়ার জেরে চর্চায় ছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এই দুর্ঘটনায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর একইভাবে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন নোরা ফতেহি। সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে এক মত্ত চালক তাঁর গাড়িতে ধাক্কা মারে। নোরার পর অহনার এই দুর্ঘটনা মুম্বইয়ের রাস্তায় তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।