আর্যর আসল নাম শঙ্কর! বিয়ের পরেই বড় বিপদে অপর্ণা? ‘চিরদিনই তুমি যে আমার’-এ মহাটুইস্ট

দীর্ঘ প্রতীক্ষার পর সাতপাকে বাঁধা পড়ল আর্য ও অপর্ণা। কিন্তু বিয়ের আনন্দ ম্লান করে অপর্ণার জীবনে ফিরছে তার পূর্বজন্মের স্মৃতি। রাজনন্দিনীর (পায়েল দে) উপস্থিতি অপুর মনকে বিচলিত করে তুলছে। এদিকে বিয়ের মণ্ডপেই এক রহস্যময় চিরকুট এসে পৌঁছায় অপুর বাবা সতীনাথের হাতে। যেখানে লেখা রয়েছে, ‘আর্য সিংহ রায়ের আসল নাম শঙ্কর!’
এই চিরকুট দেখে অপর্ণার বাবার কপালে চিন্তার ভাঁজ। যদিও মেঘরাজ আগেই অপুকে এই সত্যিটা জানিয়েছিল, কিন্তু আর্য কেন নিজের পরিচয় গোপন রাখছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। অপুর বাবা কি আর্যর ওপর সন্দেহ শুরু করবেন? না কি এর পেছনে মেঘরাজের নতুন কোনো চাল রয়েছে?
অন্যদিকে, মেয়ের বিয়ের খরচ জোগাতে পৈতৃক ভিটে বিক্রি করে দিয়েছেন সতীনাথ। অপু এখনও সেই কঠিন সত্য জানে না। একদিকে নিজের বাবার এই আত্মত্যাগ আর অন্যদিকে স্বামীর রহস্যময় অতীত—বিয়ের পর কোন বিপদে পড়তে চলেছে অপর্ণা? এই টুইস্ট কি ধারাবাহিকের পড়ন্ত টিআরপিকে আবার চাঙ্গা করতে পারবে? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।