ধুরন্ধর’ দেখে সুর বদলালেন মুকেশ খান্না? শক্তিমান হিসেবে কি এবার শিকে ছিঁড়বে রণবীরের!

এক সময় রণবীর সিংকে ‘শক্তিমান’ হিসেবে মেনে নিতে স্পষ্ট অস্বীকার করেছিলেন মুকেশ খান্না। এমনকি রণবীরের ব্যক্তিত্বে ‘শয়তানি’র ছায়া দেখে তাঁকে খলনায়ক ‘তমরাজ কিলবিশ’ হওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু রণবীর অভিনীত সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ (Dhurandhar) বদলে দিল সব হিসাব। বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করা এই ছবির রিভিউ দিতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে রণবীরকে দরাজ সার্টিফিকেট দিলেন বর্ষীয়ান অভিনেতা।

মুকেশ খান্না জানান, ‘ধুরন্ধর’ একটি নিখুঁত বাণিজ্যিক ছবি। পরিচালনা থেকে শুরু করে চিত্রনাট্য—সবই অনবদ্য। তবে তাঁর বিশেষ নজর কেড়েছে রণবীরের পরিণত অভিনয় এবং অক্ষয় খান্নার ধুরন্ধর পারফরম্যান্স। রণবীর প্রসঙ্গে তিনি বলেন, “আমি হয়তো আগে ওকে শক্তিমান হতে দিইনি, কিন্তু ও যে অত্যন্ত ভালো অভিনেতা, সেটা সবসময়ই বলি। এই ছবিতে ওর চোখের অভিব্যক্তি ও বডি ল্যাঙ্গুয়েজ এক কথায় দুরন্ত।”

আগে ভক্তদের আপত্তিতে এবং রণবীরের ‘এনার্জেটিক’ ইমেজের কারণে তাঁকে শক্তিমান হিসেবে অযোগ্য ঘোষণা করলেও, ‘ধুরন্ধর’-এ রণবীরের গম্ভীর ও পরিণত অভিনয় দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে—তবে কি এবার রণবীরকেই ভারতের প্রথম সুপারহিরোর পোশাকে দেখা যাবে? যদিও মুকেশ খান্না এখনও সরাসরি সবুজ সংকেত দেননি, তবে তাঁর সুর যে অনেকটাই নরম হয়েছে, তা স্পষ্ট।