বড়দিন পেরোলেই ট্রেনের টিকিটে ছ্যাঁকা! ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ভাড়া, কোন কোচে কত?

আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার থেকে ভারতীয় রেলের টিকিটের দাম বাড়ছে। নতুন নিয়ম অনুযায়ী, মেল ও এক্সপ্রেস ট্রেনের এসি (AC) এবং নন-এসি (Non-AC) উভয় শ্রেণিতেই প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। এর ফলে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা খরচ করতে হবে। তবে স্বস্তির খবর এই যে, শহরতলির লোকাল ট্রেন এবং মাসিক সিজন টিকিটের (MST) ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। এছাড়া সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত থাকছে।
চলতি বছরের জুলাই মাসেও একবার ভাড়া বাড়ানো হয়েছিল। অর্থাৎ ২০২৫ সালেই দু’বার ট্রেনের টিকিটের দাম বাড়ল। রেলের দাবি, নিরাপত্তা জোরদার করা, আধুনিকীকরণ এবং বিশাল কর্মী বাহিনীর বেতন ও পেনশনের খরচ সামলাতেই এই সিদ্ধান্ত। ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের মোট পরিচালনার খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২,৬৩,০০০ কোটি টাকা। এই ভাড়া বৃদ্ধির ফলে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে।