ক্যামেরার সামনেই চলছে নোট গণনা! বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে হুমায়ুন কবীরের ‘স্বচ্ছতা’ অভিযান

মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’ নির্মাণের কাজ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জমা পড়া অনুদানের অর্থ ও সোনা গণনার কাজ শুরু করেছেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর। গণনায় কোনো দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে, তাই গোটা প্রক্রিয়াটি ফেসবুক লাইভের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন তিনি।

জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর বেলডাঙায় মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করেন হুমায়ুন। সেখানে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ কেবল টাকা নয়, সোনা-দানাও দিচ্ছেন এই প্রকল্পের জন্য। এই সমস্ত অর্থ ও অলঙ্কার নিরাপদে রাখার জন্য সিসিটিভি সম্বলিত একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করা হচ্ছে। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা ও বীরভূম থেকেও একই ধরনের মসজিদ নির্মাণের প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেছেন এই প্রাক্তন তৃণমূল নেতা।

রাজনৈতিক মহলের মতে, আগামী ২২ ডিসেম্বর হুমায়ুন কবীর নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। তার ঠিক আগেই এই মসজিদ নির্মাণ ও অনুদান সংগ্রহের মাধ্যমে তিনি নিজের জনসমর্থন যাচাই করে নিচ্ছেন। আগামী সোমবারের আগে বড়সড় জমায়েতের সম্ভাবনা থাকায় এলাকায় নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা দুই-ই বাড়ছে।