বাসে চড়েই পাচারের ছক! আসানসোলে পুলিশের জালে ১৬ কেজির ‘গাঁজা-পাহাড়’, নেপথ্যে কি বড় চক্র?

ঝাড়খণ্ড থেকে বাসে চেপে আসানসোল হয়ে মুর্শিদাবাদে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল আসানসোল উত্তর থানার পুলিশ। শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও উত্তর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। আসানসোল সেনর্যালে রোডের এইচএলজি মোড়ে একটি যাত্রীবাহী বাস আসতেই তাতে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১৬ কেজি গাঁজা।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ লাকিব, তাঁর বাড়ি মুর্শিদাবাদে। পুলিশের সন্দেহ এড়াতে সাধারণ যাত্রীবাহী বাসকেই পরিবহনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল সে। লাকিব স্বীকার করেছে, ঝাড়খণ্ড থেকে এই মাদক নিয়ে সে মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। এর আগেও সে একাধিকবার এই কাজ করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, “গাঁজা-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” রবিবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আন্তঃরাজ্য এই মাদক পাচার চক্রে আর কারা জড়িত, এখন সেটাই খুঁজে বের করাই গোয়েন্দাদের প্রধান লক্ষ্য।