নেপালের মাটিতে লাল-হলুদ গর্জন! ২১ বছরের খরা কাটিয়ে আন্তর্জাতিক ট্রফি জিতল ইস্টবেঙ্গল।

নেপালের মাটি থেকেই এসেছিল ২০০৩-এর ‘সান মিগুয়েল কাপ’। দীর্ঘ ২১ বছর পর ফের সেই হিমালয়ের কোলেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ইস্টবেঙ্গল। তবে এবার দাপট দেখাল লেসলি ক্লডিয়াস সরণির প্রমিলা ব্রিগেড। প্রথম ‘সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ’-এর মেগা ফাইনালে আয়োজক দেশ নেপালের এপিএফ ফুটবল ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল অ্যান্থনি অ্যান্ড্রুজের ছাত্রীরা।
গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করার রেকর্ড ফাইনালেও অটুট রাখল লাল-হলুদ রক্ষণ। ম্যাচের ২২ মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন উগান্ডার বিধ্বংসী স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুত। ৩৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন শিল্কি দেবী। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬ মিনিট) নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করে নেপালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ফাজিলা (৯টি গোল)।
এই জয়ের ফলে ভারতের প্রথম ক্লাব হিসেবে পুরুষ এবং মহিলা—উভয় বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জয়ের অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল। ভুটান, পাকিস্তান ও বাংলাদেশের ক্লাবগুলিকে হেলায় হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের ফুটবলে সাফল্যের মশাল জ্বাললেন ইস্টবেঙ্গলের মেয়েরা।