কলকাতায় মরশুমের শীতলতম দিন! একধাক্কায় ১৪ ডিগ্রিতে নামল পারদ, বড়দিনে কি তবে কাঁপন ধরানো শীত?

রবিবার ছুটির সকালে শীতের আমেজে ভাসছে তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরশুমের শীতলতম। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় পারদ পতনের জেরে কনকনে ঠান্ডার আমেজ টের পাচ্ছেন রাজ্যবাসী। তবে এই ঠান্ডা কি স্থায়ী হবে? হাওয়া অফিস জানাচ্ছে, জাঁকিয়ে শীতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

আবহাওয়াবিদদের মতে, কুয়াশার দাপট বেশি থাকায় সূর্যের তাপ সেভাবে পৌঁছাতে পারছে না, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫-৬ ডিগ্রি কমে গিয়েছে। এমনকি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর কপ্টার অবতরণেও সমস্যা হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি থাকলেও আগামী কয়েক দিনে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দক্ষিণবঙ্গের শীতলতম স্থান পুরুলিয়া (১১ ডিগ্রি সেলসিয়াস) এবং উত্তরবঙ্গের সমতলে আলিপুরদুয়ার (১০ ডিগ্রি সেলসিয়াস)। দার্জিলিংয়ে পারদ ৪.৪ ডিগ্রিতে ঠেকেছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বড়দিন ও নতুন বছরের শুরুতে হাড়কাঁপানো শীতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আকাশ মেঘমুক্ত হলেই নামবে পারদ, আর তখনই মিলবে কাঙ্ক্ষিত শীতের কামড়।