পরীক্ষা দিতে যাওয়া হল না মাধবীর, ১০ চাকার লরির তলায় পিষ্ট চাকরিপ্রার্থী! মর্মান্তিক মৃত্যু জলপাইগুড়িতে

স্বপ্ন ছিল কলকাতা পুলিশে যোগ দিয়ে সংসারের হাল ধরবেন। সেই লক্ষ্যেই রবিবার সকালে চার বছরের সন্তান ও স্বামীকে নিয়ে বাইকে চড়ে শিলিগুড়ির পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছিলেন মাধবী সরকার। কিন্তু মাঝপথেই সব শেষ। জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কের সর্দার পাড়া এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এই পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘুঘুডাঙার সাহা পাড়ার বাসিন্দা মাধবী সরকার যখন বাইকে যাচ্ছিলেন, তখন উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগামী ১০ চাকার ট্রাক তাঁদের ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মাধবীদেবী বাইক থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে চলে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অলৌকিকভাবে এই দুর্ঘটনায় তাঁর স্বামী ও চার বছরের সন্তান প্রাণে বেঁচে গেলেও চোখের সামনে প্রিয়জনকে হারিয়ে তাঁরা এখন বাকরুদ্ধ।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটকে রাখলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই সংঘর্ষ ঘটেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। একটি সাধারণ পরিবারের বড় হওয়ার স্বপ্ন এমন মর্মান্তিক পরিণতির শিকার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।