মহা-বিকাশ আঘাড়িতে বিরাট ফাটল! মুম্বাই দখলের লড়াইয়ে একাই লড়বে কংগ্রেস।

মহারাষ্ট্রের নির্বাচনী পারদ তুঙ্গে। আগামী ১৫ জানুয়ারি রাজ্যের ২৯টি পৌর কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। তবে সবার নজর দেশের সবচেয়ে ধনী পুরসভা মুম্বাইয়ের (BMC) দিকে। যেখানে একদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা ক্ষমতা ধরে রাখতে মরিয়া, অন্যদিকে একনাথ শিন্ডে ও বিজেপি জোট ‘মহাযুতি’ দখলের ব্লু-প্রিন্ট তৈরি করছে। ঠিক এই মুহূর্তেই মহা বিকাশ আঘাড়িতে (MVA) বড়সড় ভাঙন ধরিয়ে এককভাবে লড়ার ঘোষণা করল কংগ্রেস।

মহারাষ্ট্র কংগ্রেসের ইনচার্জ রমেশ চেন্নিথালা সাফ জানিয়ে দিয়েছেন, মুম্বাইয়ে তারা কোনো জোট ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার মুম্বাইয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি জানান, গত কয়েক বছরে মুম্বাইয়ে দুর্নীতির বাড়বাড়ন্ত হয়েছে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিজেপি এবং উদ্ধব শিবিরের শিবসেনা—উভয়ের বিরুদ্ধেই কোমর বেঁধে নামছে কংগ্রেস। চেন্নিথালা ধর্মনিরপেক্ষ মানুষকে কংগ্রেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং শীঘ্রই পৃথক ইশতেহার প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২৩ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে। ১৬ জানুয়ারি ফলাফল ঘোষণার মাধ্যমেই স্পষ্ট হবে মুম্বাইয়ের সিংহাসন কার দখলে যাচ্ছে।