“আমাদের ভাষা এক!” মেসির সঙ্গে স্বপ্নপূরণের সাক্ষাৎ সেরে আবেগঘন বার্তা কুলদীপ যাদবের।

ভারতীয় ক্রিকেটের স্পিন জাদুকর কুলদীপ যাদবের কাছে এটি শুধুই এক সাক্ষাৎ নয়, বরং এক আজন্ম স্বপ্নপূরণের মুহূর্ত। ভারতের মাটিতে আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করার বিরল অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিয়েছেন কুলদীপ। মেসির ‘GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে দিল্লি সফরের সময় এই দুই তারকার মিলন ঘটে।

দীর্ঘদিনের বার্সেলোনা ভক্ত কুলদীপ তাঁর প্রিয় নায়ককে একটি বিশেষ ক্রিকেট ব্যাট উপহার দেন। পালটা হিসেবে মেসির কাছ থেকে পান স্বাক্ষর করা একটি নীল-সাদা জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তটি শেয়ার করে কুলদীপ স্প্যানিশ ভাষায় লেখেন, “আমাদের মধ্যে একটি সাধারণ ভাষা আছে— বল নিয়ন্ত্রণ।” ফুটবল এবং ক্রিকেটের এই মেলবন্ধন ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

উল্লেখ্য, মেসির এই ভারত সফর শুরু হয়েছিল কলকাতা থেকে। হায়দরাবাদ ও মুম্বই হয়ে তিনি ১৫ ডিসেম্বর দিল্লিতে পৌঁছান। সেখানে অরুণ জেটলি স্টেডিয়ামে বিসিসিআই সচিব তথা আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেসিকে টিম ইন্ডিয়ার ১০ নম্বর জার্সি এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি প্রতীকী টিকিট উপহার দেন। সফরের শেষ লগ্নে জামনগরের ‘ভান্তারা’ পরিদর্শন করে মঙ্গলবার ভারত ছাড়েন ফুটবল সম্রাট।