সাফ জয় করে ইতিহাস ইস্টবেঙ্গলের! নেপালকে চুরমার করে এশিয়ার সেরা লাল-হলুদ ব্রিগেড।

দক্ষিণ এশিয়ার ফুটবলে ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করে মেয়েদের প্রথম সাফ (SAFF) ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল লাল-হলুদ ব্রিগেড। ফাইনালে নেপালের শক্তিশালী এপিএফ ক্লাবকে ৩-০ গোলে ধরাশায়ী করে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরল অ্যান্থনি অ্যান্ড্রুজের ছাত্রীরা।
টুর্নামেন্টের শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিল ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে পাকিস্তানের করাচি সিটি, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড এবং বাংলাদেশের নাসরিন স্পোর্টস ক্লাবকে উড়িয়ে দিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠে তারা। ফাইনালে লাল-হলুদ জার্সিধারীদের হয়ে জোড়া গোল করে জয়ের পথ প্রশস্ত করেন ফাজিলা, আর একটি গোল করেন শিল্কি। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়ে বাজিমাত করল মশাল বাহিনী।
উল্লেখ্য, গ্রুপ পর্বে বাংলাদেশের নাসরিন ক্লাবকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে এই জয় ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে এক সোনালি অধ্যায় হয়ে থাকল। ইস্টবেঙ্গলের এই সাফল্যে এখন খুশির হাওয়া কলকাতার ফুটবল মহলে।